প্রচ্ছদ আর্ন্তজাতিক করোনা আক্রান্তের সংখ্যায় স্পেনকে ছাড়িয়ে গেল নিউ ইয়র্ক

করোনা আক্রান্তের সংখ্যায় স্পেনকে ছাড়িয়ে গেল নিউ ইয়র্ক

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

করোনা ভাইরাস সংক্রমণের দিক দিয়ে যুক্তরাষ্ট্র বাদে বিশ্বের সকল দেশকে ছাড়িয়েছে নিউ ইয়র্ক। বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৯৩৭ জন। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বাদে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে স্পেনে। জন হপকিন্স ইউনিভার্সিটি অনুসারে, একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে স্পেনে। সেখানে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ২২২ জন। এই হিসাবে নিউ ইয়র্কে আক্রান্তের সংখ্যা স্পেন থেকে ৬ হাজারেরও বেশি। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে করোনা আক্রান্তের দিক দিয়ে বিশ্বের রাজধানীতে পরিণত হয়েছে মার্কিন রাজ্যটি। এ খবর দিয়েছে দ্য নিউ ইয়র্ক পোস্ট।
খবরে বলা হয়, বৃহস্পতিবার নিউ নিয়র্কে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ।

এখন পর্যন্ত সেখানে ভাইরাসটিতে প্রাণ হারিয়েছেন ৭ হাজার ৬৭ জন। এর মধ্যে বৃহস্পতিবারই মারা গেছেন অন্তত ৭৯৯ জন।
বর্তমানে করোনা আক্রান্তের হিসাবে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬৫ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে নিউ ইয়র্কে। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র ও স্পেনের পর যথাক্রমে রয়েছে ইতালি (১৪৩,৬২৬ জন), ফ্রান্স (১১৮,৭৮৩ জন) ও জার্মানি (১১৮,২৩৫ জন)।