প্রচ্ছদ সারাদেশ ঢাকা বিভাগ করোনায় মানিকগঞ্জে ১ জনের মৃত্যু ,নতুন শনাক্ত ১২ জন

করোনায় মানিকগঞ্জে ১ জনের মৃত্যু ,নতুন শনাক্ত ১২ জন

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ :

মানিকগঞ্জে নতুন করে আরো ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ১ হাজার ৬৪৮ জনে। অপরদিকে বুধবার সকালে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি থাকা বশির আহমেদ (৬৯) মারা গেছেন।

বশির আহমেদ সদর উপজেলার কাচারীপাড়া ঘোস্তা গ্রামের নাসির উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

বুধবার (২ ডিসেম্বর) সকালে টার দিকে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রফিকুন্নাহার বন্যা এই তথ্য নিশ্চিত করেছেন।

ডা. রফিকুন্নাহার বন্যা জানান, ২৯ ও ৩০ নভেম্বর ৬৬ জনের নমুনা পরীক্ষার জন্য কর্নেল মালেক মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ১২ জনের করোনা পজিটিভের রেজাল্ট পাওয়া যায়। আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ সদরের ১১ জন ও শিবালয়ের ১ জন। আক্রান্তরা নিজ নিজ বাড়িতেই আইসোলেশনে আছেন।
এ নিয়ে মার্চ থেকে এ পর্যন্ত জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২২ জনে। এছাড়া আক্রান্তের সংখ্যা এক হাজার ৬৪০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ৫৭৬ জন।

এদিকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের সমন্বয়ক ডা. রাজিব বিশ্বাস জানান, হাসপাতালে করোনা পজিটিভ ও আইসোলেশন মিলে ১৯ জন রোগী ভর্তি আছেন।

ডা. লুৎফর রহমান জানান, করোনা আক্রান্ত হয়ে মৃত বশির আহমেদ ২২ নভেম্বর করোনা উপসর্গ নিয়ে ভর্তি হন। এরপর নমুনা ফলাফলে করোনা পজিটিভ আসে ২৮ নভেম্বর। তিনি মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি থাকা অবস্থায় বুধবার ভোর ৪টা ২০ মিনিটে মারা যান।