প্রচ্ছদ হেড লাইন করোনায় ‘চরম দরিদ্র’ হতে পারে ৬ কোটি মানুষ: বিশ্বব্যাংক

করোনায় ‘চরম দরিদ্র’ হতে পারে ৬ কোটি মানুষ: বিশ্বব্যাংক

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

করোনাভাইরাস বিশ্বের ছয় কোটি মানুষকে ‘চরম দারিদ্র্যের’ মধ্যে ঠেলে দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট। ডেভিড মালপাস বলেন, এই মহামারি মোকাবিলায় বিভিন্ন দেশের পদক্ষেপের কারণে এ বছর বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ শতাংশ কমে যেতে পারে। খবর বিবিসির।

করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে চাকরি হারিয়েছে লাখ লাখ মানুষ এবং ব্যবসায় ধস নেমেছে, সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে গরিব দেশগুলো। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বলেন, লাখ লাখ মানুষের জীবিকা বন্ধ হয়ে গেছে এবং বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবা ব্যবস্থা চাপের মধ্যে রয়েছে।

মঙ্গলবার সতর্ক করে দিয়ে মালপাস বলেন, আমাদের হিসাব অনুযায়ী এ পরিস্থিতি প্রায় ছয় কোটি মানুষকে চরম দারিদ্র্যের মুখে ঠেলে দেবে। গত তিন বছরে দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে যেসব অগ্রগতি হয়েছিল সেগুলো সব শেষ হয়ে যাবে।

যেসব মানুষের দৈনিক আয় ১.৯০ ডলারের কম, তাদেরকে চরম দারিদ্র্য বলে বিবেচনা করে থাকে বিশ্বব্যাংক।সঙ্কট মোকাবিলায় দরিদ্র দেশগুলোকে অল্প সুদে ১৬০ বিলিয়ন ডলার ঋণ দেয়ার প্রস্তাব দিয়েছে ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠানটি। মালপাস বলেন, ১০০টি দেশে ইতোমধ্যে জরুরি অর্থায়ন অনুমোদন করা হয়েছে। এসব দেশে বিশ্বের ৭০ শতাংশ মানুষ বাস করে।