প্রচ্ছদ হেড লাইন করোনায় আরো একজনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ৩৩

করোনায় আরো একজনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ৩৩

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরো আরো একজন মারা গেছে। নতুন করে শনাক্ত হয়েছে ৬ জন। নতুন আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক ও দুই জন নার্স। বাংলাদশে মোট মৃত্যু হয়েছে তিন জন। মোট আক্রান্ত হয়েছে ৩৩ জন। সোমবার অনলাইনে লাইভ প্রেস ব্রিফিংয়ে আইইডিসিআর’র পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা নিয়মিত প্রেস ব্রিফিং-এ এসব তথ্য দেন।

তিনি বলেন, করোনার উপসর্গ আছে, তাদের মধ্যে ভাইরাস থাকতে পারে এমন ৫১ জন আইসোলেশনে আছেন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছে ৪৬ জন।নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ তিন জন এবং মহিলা তিন জন। এর মধ্যে দুজন ষাটোর্ধ। একজ ৭০ বছরের বেশি। যে ৩৩ জন আক্রান্ত হয়েছে এদের মধ্যে দুই তৃতীয়াংশই পুরুষ। নতুন আক্রান্তদের দুই জন ভারত থেকে এসেছে এবং একজন এসেছে বাইরাইন থেকে। তিনি জানান, ঢাকা শহরে বাস করে এদের মধ্যে ১৫ জন। অবশিষ্টরা ঢাকার বাইরে।

আক্রান্তদের মধ্যে বিদেশ থেকে এসেছে ইটালি থেকে ৬ জন, যুক্তরাষ্ট্র থেকে ২ জন, ইউরোপ অন্যান্য দেশ থেকে ২ জন এবং বাহরাইন, ভারত, কুয়েত থেকে এসেছে একজন করে তিনজন। অবশিষ্টরা দেশের মধ্যে আক্রান্ত হয়েছে যারা বিদেশ থেকে এসেছেন তাদের সংস্পর্শে থেকে।