প্রচ্ছদ আর্ন্তজাতিক করোনার কারণে সৌদিতে অর্ধেকে নেমেছে তেলের দাম

করোনার কারণে সৌদিতে অর্ধেকে নেমেছে তেলের দাম

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

করোনাভাইরাস মহামারির কারণে সৌদি আরবে তেলের দাম অর্ধেক কমে গেছে। দেশটির সরকারি তেলের যে নতুন দাম নির্ধারণ করেছে তা আজ থেকে কার্যকর হবে।

সৌদি আরমকো জানিয়েছে, প্রতি লিটার ৯১ পেট্রোল এর দাম এখন ০.৬৭ পয়সা (হালালা) এবং প্রতি লিটার ৯৫ অকটেন এর দাম এখন ০.৮৬ পয়সা (হালালা)। যা গতকাল পর্যন্ত ছিল যথাক্রমে ১.১৩ ও ১.৪৭ সৌদি রিয়াল প্রতি লিটার।

এর আগে গত ২১ এপ্রিল আমেরিকায় তেলের দাম শূন্য ডলারের নিচে নেমে এসেছিল। এদিকে তেলের দাম রেকর্ড পরিমাণ কমে যাওয়ায় সৌদির অর্থমন্ত্রী জানিয়েছেন যে, দেশটিতে ভ্যাট তিনগুণ করা হবে এবং নাগরিকদের মাসিক যে খরচ দেয়া হয় তা স্থগিত থাকবে।

এমন পরিস্থিতিতে জীবনযাত্রার ব্যয় বেড়ে যেতে এবং মানুষজনের মধ্যে ঘৃণা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। করোনার কারণে বিদ্যমান পরিস্থিতে ব্যয় কমানোর এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদ্দান বলেছেন, ব্যয় নির্বাহের খরচ আগামী জুন থেকে স্থগিত থাকবে এবং ১ জুলাই থেকে ভ্যাট ৫ শতাংশ বেড়ে ১৫ শতাংশ করা হয়েছে।