প্রচ্ছদ আজকের সেরা সংবাদ করোনামুক্ত হলেন ভোক্তা অধিকারের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার

করোনামুক্ত হলেন ভোক্তা অধিকারের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

অবশেষে প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মুক্ত হলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। সবশেষ তৃতীয় দফার পরীক্ষায় করোনা ‘নেগেটিভ’ এসেছে।

বুধবার (৩ জুন)  বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। তবে এখনও পিঠে ব্যথা অনুভব করছেন তিনি। একই সঙ্গে ফুসফুস সংক্রমণের চিকিৎসাও চালিয়ে যাচ্ছেন চিকিৎসকেরা।

বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আইসোলেশনে আছেন ভোক্তা অধিকার অধিদপ্তরের বেশ আলোচিত-প্রশংসিত এই কর্মকর্তা।

এর আগে গেলো ১৩ মে প্রথম পরীক্ষায় করোনা পজিটিভ হন শাহরিয়ার। এরপর ২৬ মে দ্বিতীয় পরীক্ষায় আবারও পজিটিভ ফলাফল আসে তার। একই সঙ্গে ফুসফুসে ২০ শতাংশ সংক্রমণও ধরা পড়ে।

এর দু’দিন পর ২৮ মে তার শ্বাসকষ্ট সমস্যা বাড়লে এবং শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কিছু সময় পর তাকে আইসোলেশনে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

তার স্ত্রী-সন্তানও করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন।