প্রচ্ছদ হেড লাইন কঠোর লকডাউনেও বাধা বিপত্তি পেরিয়ে রাজধানীতে ছুটছে মানুষ

কঠোর লকডাউনেও বাধা বিপত্তি পেরিয়ে রাজধানীতে ছুটছে মানুষ

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ :

কঠোর লকডাউনেও বাধা বিপত্তি পেরিয়ে রাজধানীতে ছুটছে মানুষ। করোনার সংক্রমণ রোধে ২৩ জুলাই শুক্রবার থেকে সরকারঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে। বন্ধ রয়েছে গণপরিবহনও। চলমান বিধিনিষেধের দ্বিতীয় দিনে আজ শুক্রবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার মানুষকে কর্মস্থল ঢাকা ও এর আশপাশের এলাকায় যেতে দেখা।

তবে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে তল্লাশিচৌকিতে রয়েছে পুলিশের কড়াকড়ি। চেকপোস্টে ট্রাফিক পুলিশের সদস্যরা বিধিনিষেধভুক্ত গাড়ি, মোটরসাইকেল থামিয়ে রাস্তায় বের হবার কারন জিজ্ঞাসা করছেন। জরুরি পরিষেবা ও পণ্যবাহী গাড়ি ছাড়া অন্য কোনো গাড়িকে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচল করতে দেওয়া হচ্ছে না।

ঢাকা-আরিচা মহাসড়ক অনেকটাই ফাঁকা। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে জরুরি প্রয়োজনে ঢাকায় ফিরছে মানুষ। মোটরসাইকেল, রিকশাভ্যান ও অটোরিকশায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার অদূরে মানরা এলাকায় এসে নামছেন তাঁরা। এরপর তাঁদের কেউ কেউ মাথায় পলিথিন মুড়ে বৃষ্টির মধ্যেই ঢাকার দিকে হাঁটতে শুরু করেন। কিছু দূর যাওয়ার পর কেউ কেউ ব্যাটারিচালিত রিকশাভ্যান বা মোটরসাইকেলে করে ঢাকার দিকে যাচ্ছেন।

বেলা ১১টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশিচৌকিতে দায়িত্ব পালন করতে দেখা যায় জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) আবুল হোসেন গাজীসহ আরও চার-পাঁচজন ট্রাফিক সদস্যকে। এ সময় কথা হলে আবুল হোসেন বলেন, বিধিনিষেধের আওতাভুক্ত গাড়িগুলোকে থামিয়ে উল্টো পথে পাঠানো হচ্ছে। অপ্রয়োজনে যাঁরা মোটরসাইকেল নিয়ে আসছেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।