প্রচ্ছদ সারাদেশ ঢাকা বিভাগ ওষুধের ফ্রিজে মাংস, জরিমানা ৫০ হাজার

ওষুধের ফ্রিজে মাংস, জরিমানা ৫০ হাজার

মানিকগঞ্জের ঘিওর রাজারের মের্সাস এসডি মেডিসিন হাউসকে ওষুধের ফ্রিজে মাংস রাখা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার (২০ মে) দুপুরে জাতীয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় ওই দোকানের মালিক রবিউল ইসলামকে এই জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ঘিওর উপজেলা সেনেটারি ইন্সপেক্টর মো. মোয়াজ্জেম হোসেন ও ক্যাব জেলা শাখার সদস্য মতিউর রহমান সেখানে উপস্থিত ছিলেন।

পরে ওই বাজারে হাইকোর্টের নিষেধাজ্ঞা আরোপিত ৫২ পণ্যের মধ্যে একটি মুদির দোকারে অভিযান চালিয়ে ২০০ কেজি এসিআই লবণ জব্দ করেন ভোক্তা অধিকারের কর্মকর্তারা। পরে উপস্থিত ব্যবসায়ী ও জনগণের সামনে তা বিনষ্ট করা হয়। রমজান মাসে ভোক্তাদের কাছ থেকে যেন নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য না রাখা হয় সে বিষয়ে অনুরোধ জানান জাতীয় ভোক্তা অধিকারের ওই কর্মকর্তা।