প্রচ্ছদ রাজনীতি ঐক্যফ্রন্টের সংলাপ ব্যর্থ হয়েছে: এরশাদ

ঐক্যফ্রন্টের সংলাপ ব্যর্থ হয়েছে: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্ট সংলাপে গিয়েছে, অনেক দাবি দাওয়া দিয়েছে; সরকার কোন দাবি মানতে পারে নাই। সে জন্য সংলাপ ব্যর্থ হয়েছে।

শনিবার জামালপুরের ইসলামপুর উপজেলা জাতীয় পার্টি উদ্যোগে গুঠাইল হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, আমরা কোনও দাবি বা শর্ত দিয়ে সংলাপে যাবো না, জনগণ একবার আমাদের ভোট দিয়েছিল। আবার ভোট দিবে।

তিনি বলেন, সংলাপে আমরা যাবো, কোনও দাবি দাওয়া দিব না। আমরা গিয়ে আসন চাইবো, আমাদের কত আসন দিবেন? আমাদের মনমতো না হলে চলে আসবো। আমরা যদি আসন বেশি পাই তা হলে আবার ক্ষমতায় যাবো।

ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও জামালপুর-২ আসনের জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী মোস্তফা আল মাহমুদের সভাপতিত্বে জনসভায় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওয়াদার ও প্রেসিডিয়াম সদস্য এমএ সাত্তারসহ কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় জাতীয় পার্টির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

জনসভায় মোস্তফা আল মাহমুদকে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা এবং তার জন্য ভোট চান এরশাদ।