প্রচ্ছদ আর্ন্তজাতিক এরদোগানের আহ্বান প্রত্যাখ্যান করেছে সৌদি আরব

এরদোগানের আহ্বান প্রত্যাখ্যান করেছে সৌদি আরব

সাংবাদিক জামাল খাশোগি নিয়ে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের সৌদি আরবের প্রতি জানানো আহ্বান প্রত্যাখ্যান করেছে দেশটি।

খাশোগির হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সৌদি আরবে যে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে তাদের তুরস্কের কাছে হস্তান্তরের জন্য শুক্রবার আহ্বান জানিয়েছিলেন এরদোগান।

এরদোগানের সেই আহ্বান নাকচ করে দিয়ে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেন, অভিযুক্তরা সৌদি আরবে গ্রেফতার হয়েছে, সৌদি আরব তাদের বিরুদ্ধে তদন্ত করছে এবং সৌদি আরবেই তাদের বিচার হবে।

শনিবার বাহরাইনের রাজধানী মানামাতে আঞ্চলিক প্রতিরক্ষা ফোরামের এক সভায় তিনি এ মন্তব্য করেন বলে খবর দিয়েছে মালয়েশিয়ার সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস।

উল্লেখ্য, গত ২ অক্টোবর সাংবাদিক জামাল খাশোগি আঙ্কারাস্থ সৌদি দূতাবাসে গিয়ে খুন হন। সৌদি আরব প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে তা স্বীকার করে।

জামাল খাশোগিকে হত্যার অভিযোগে সৌদি আরবে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে এ ঘটনায় সৌদি আরব ও তুরস্ক তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে তুরস্কের কাছে হত্যাকাণ্ড নিয়ে সব প্রমাণ রয়েছে বলে দাবি করা হয়েছে।