প্রচ্ছদ হেড লাইন এমএনএসের হিট লিস্টে বাংলাদেশি, পাকিস্তানি ও নাইজেরিয়ার কথিত অনুপ্রবেশকারী

এমএনএসের হিট লিস্টে বাংলাদেশি, পাকিস্তানি ও নাইজেরিয়ার কথিত অনুপ্রবেশকারী

বাংলাদেশি কথিত অনুপ্রবেশকারী, পাকিস্তানি অনুপ্রবেশকারী এবং নাইজেরিয়ার অবৈধ অভিবাসীদের ‘হিট লিস্টে’ ফেলেছেন ভারতে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রধান রাজ থাকরে। ভারতে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতি সমর্থন ব্যক্ত করে তিনি এর বিরুদ্ধে র‌্যালি করলে তাদের চোখের ওপর চোখ রেখে জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তবে তিনি প্রস্তাবিত জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) বিরোধিতা করেছেন। এ খবর দিয়েছে ভারতের অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়, রোববার বিকালে এমএনএস কর্মীরা গাড়োয়া রঙের টি-শার্ট পরে দলীয় পতাকা দুলিয়ে হিন্দু জিমখানার কাছে মেরিন ড্রাইভ থেকে বিশাল এক র‌্যালি বের করে। ওই র‌্যালি শেষ হয় আজাদ ময়দানে। এ সময় নেতাকর্মীরা ‘ভারত মাতা কি জয়’ ‘জয় শ্রীরাম’ এবং ‘বন্দে মাতরম’ স্লোগান দিতে থাকেন। এতে বক্তব্য রাখেন রাজ থাকরে।
তিনি ভারত থেকে বাংলাদেশ, পাকিস্তান ও নাইজেরিয়ার কথিত অনুপ্রবেশকারিদের উচ্ছেদ দাবি করেন। র‌্যালিতে যোগ দেয়ার আগে তিনি প্রভাদেবীতে সিধ্বিবিনায়ক মন্দিরে প্রার্থনা করেন। এ সময়ে পার্শ্ববর্তী রাম মন্দিরে আরতি করেন দলীয় নেতা অমিয় খোপকার, সন্দীপ দেশপাণ্ডে, সন্তোষ ধুরি। পুলিশের উপ কমিশনার প্রণয় অশোক বলেছেন, এদিন র‌্যালিতে অংশ নিয়েছেন প্রায় ২০ হাজার নেতাকর্মী। তাদেরকে নিয়ন্ত্রণ করতে ৩ হাজার থেকে ৪ হাজার পুলিশ কর্মকর্তাকে মোতায়েন করা হয়েছিল। ব্যবহার করা হয়েছিল সিসিটিভি এবং ড্রোন ক্যামেরা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এর মধ্য দিয়ে এমএনএস তাদের দলীয় শক্তি প্রদর্শন করেছে এবং জনগণকে তাদের দলীয় নতুন পতাকার পরিচয় করিয়ে দিয়েছে। র‌্যালিতে যোগ দিয়ে রাজ থাকরে বলেন- ‘বাংলাদেশি ও পাকিস্তানি অনুপ্রবেশকারীদের অবশ্যই ভারত থেকে বের করে দেয়া উচিত। এখন এই তালিকায় যুক্ত হয়েছে নাইজেরিয়ানরাও। পাকিস্তানি ও বাংলাদেশি অনুপ্রবেশকারীরা সব জায়গায় তাদের পকেট করে অবস্থান করছেন।’