প্রচ্ছদ আজকের সেরা সংবাদ এবার ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদের নামাজের জামাত হচ্ছে না

এবার ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদের নামাজের জামাত হচ্ছে না

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

প্রতি ঈদে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে লাখো মানুষের সমাবেশ হয়। এবার প্রানঘাতী করোনাভাইরাসকে কেন্দ্র করে সেখানে ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হবেনা।

শুক্রবার (১৫ই মে) এ তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সারওয়ার মোর্শেদ চৌধুরী।

এর আগে, ঈদ জামাতের বিষয়ে সিদ্ধান্ত নিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে আলেম-ওলামাদের সঙ্গে বৈঠক করে ধর্ম মন্ত্রণালয়। বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আসন্ন ঈদ উপলক্ষে স্থানীয় প্রশাসনও শোলাকিয়ায় জামায়াত অনুষ্ঠানের কোনো প্রস্তুতি নেয়নি। ১৮০৪ সালে শুরুর পর এবারই প্রথম ঈদ জামাত হচ্ছে না ঐতিহাসিক শোলাকিয়ায়।

এদিকে, বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় ধর্ম মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, খোলা ময়দানে ঈদের জামায়াত আয়োজন করা যাবে না। ঈদের জামাত হবে মসজিদে।

এক্ষেত্রে নিশ্চিত করতে হবে সামাজিক দূরত্ব। খতিব, ইমাম ও মসজিদ পরিচালনা কমিটিকে দেয়া ১৩ দফা নির্দেশনায় উল্লেখ করা হয়, শিশু ও অসুস্থরা পারবেন না জামাতে অংশ নিতে। বিছানো যাবে না কার্পেট, ওযুর স্থানে রাখতে হবে সাবান, স্যানিটাইজার।