প্রচ্ছদ আজকের সেরা সংবাদ এখনই খুলছে না নিউমার্কেট, পরিস্থিতি পর্যবেক্ষণ করে আরও পরে সিদ্ধান্ত

এখনই খুলছে না নিউমার্কেট, পরিস্থিতি পর্যবেক্ষণ করে আরও পরে সিদ্ধান্ত

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

সরকার ১০ মে (রোববার) থেকে সীমিত পরিসরে শপিংমল খোলার অনুমতি দিয়েছে মূলত ঈদ সামনে রেখে। তবে খুলছে না রাজধানীবাসীর কেনাকাটার অন্যতম কেন্দ্র নিউমার্কেট। 

নিউমার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আশরাফ উদ্দিন আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দোকান খোলা  নিয়ে বুধবার (৬ মে) নিউমার্কেট ব্যবসায়ী সমিতি ও নিউমার্কেট দোকান মালিক সমিতি ভার্চুয়াল মিটিং করে। মিটিংয়ে ১০ মে দোকান খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। মূলত কয়েকটি কারণে দোকান খোলার সিদ্ধান্ত নেয়নি সমিতি।

এর মধ্যে অন্যতম গণপরিবহন বন্ধ থাকা। পরিবহন না খুললে দূর থেকে ক্রেতারা নিউমার্কেট যাতায়াত করতে পারবেন না। এতে বেচাকেনা হবে কম। তবে খোলার বিষয়টি এখনো পর্যবেক্ষণে রাখছে সমিতি। করোনা ভাইরাসের সংক্রমণ যদি বাড়তে থাকে তবে দোকান মোটেই খোলা হবে না। একইভাবে নিউমার্কেটের আশপাশের মার্কেটও পর্যবেক্ষণ করবে তারা। এজন্য ৯ মে রাত পর্যন্ত অপেক্ষা করবে। এসব বিষয় সমাধান না হলে নিউমার্কেট বন্ধই থাকবে।