প্রচ্ছদ খেলাধুলা এক বছর পিছিয়ে যাচ্ছে অলিম্পক গেমস!

এক বছর পিছিয়ে যাচ্ছে অলিম্পক গেমস!

এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত না নেয়া হলেও টোকিও শহরে গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতা এক বছর পিছিয়ে দেয়ার সম্ভাবনা এখন প্রবল৷ এর মধ্যেই কানাডা ও অস্ট্রেলিয়া টিম না পাঠানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে৷

করোনা ভাইরাসের কারণে প্রায় গোটা বিশ্বের জনজীবন যখন স্তব্ধ, তখন খেলাধুলার বড় আয়োজনও যে ব্যতিক্রম হতে পারে না, সে বিষয়ে সংশয় থাকার কথা নয়৷ কিন্তু জাপানের রাজধানী টোকিও শহরে এ বছরের গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতা আদৌ আয়োজন করা সম্ভব হবে কি না, সেই সিদ্ধান্ত নিয়ে এখনো টালবাহানা চলছে৷ রোববার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির জরুরি বৈঠকের পর জানানো হয়েছে, যে সম্ভাব্য পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা নেয়া হবে৷ আগামী কয়েক সপ্তাহ ধরে পরিস্থিতি খতিয়ে দেখা হবে৷ আগামী ২৪ জুলাই টোকিও অলিম্পিক শুরু হবার কথা৷

এরই মধ্যে কানাডা ও অস্ট্রেলিয়া অলিম্পিকে অংশ না নেবার সিদ্ধান্ত নিলো৷ কানাডা সাফ জানিয়ে দিয়েছে, যে পরিকল্পনা অনুযায়ী টোকিও অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলে সে দেশ অংশ নেবে না৷ বিশেষ করে প্যারা-অলিম্পিক অ্যাথলিটদের বাড়তি ঝুঁকির উল্লেখ করা হয়েছে৷

সোমবার অস্ট্রেলিয়ার অলিম্পিক কমিটি জানিয়েছে, করোনা ভাইরাসের কারণে টোকিও অলিম্পিকের জন্য কোনো টিম গঠন করা হচ্ছে না৷ অলিম্পিক প্রতিযোগিতা ২০২১ সাল পর্যন্ত পিছিয়ে দেয়া হবে, এমন অনুমানের ভিত্তিতে অ্যাথলিটদের প্রস্তুতির ব্যবস্থা করা হবে৷ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পরামর্শ আসা পর্যন্ত অপেক্ষা না করেই অ্যাথলিটদের স্বার্থ সবার উপরে রেখে এমন সিদ্ধান্ত নিলো অস্ট্রেলিয়া৷

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে সোমবার প্রথম বার স্বীকার করেছেন, যে টোকিও অলিম্পিক প্রতিযোগিতা পিছিয়ে দেবার প্রয়োজন হতে পারে৷ তিনি বলেন, সম্পূর্ণ প্রতিযোগিতা আয়োজন কঠিন হয়ে পড়লে সেটি পিছিয়ে দেবার সিদ্ধান্ত এড়ানো সম্ভব হবে না৷ বেশ কয়েক বছর ধরে প্রস্তুতির পর এত বড় আকারের প্রতিযোগিতা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত যে বেশ কঠিন হবে, তা নিয়ে তেমন কোনো সংশয় নেই৷ বাড়তি আর্থিক ব্যয়ভার ছা়ড়াও জাতীয় গর্বের বিষয়টিও এমন সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে রয়েছে৷

গত ৪৮ ঘণ্টায় বেশ কয়েকটি দেশ বর্তমান পরিস্থিতিতে অলিম্পিক প্রতিযোগিতা আয়োজনের বিরোধিতা করেছে৷ যুক্তরাষ্ট্র, ব্রিটেনের অ্যাথলিটদের দল প্রতিযোগিতা পিছিয়ে দেবার পক্ষে যুক্তি তুলে ধরেছে৷ বেশ কয়েকটি দেশের জাতীয় অলিম্পিক কমিটিও কমপক্ষে বিলম্বের দাবি করেছে৷
সূত্র : ডয়চে ভেলে