প্রচ্ছদ হেড লাইন এক বছর পর জামিন পেলেন সাবেক ডিআইজি বজলুর রশীদ

এক বছর পর জামিন পেলেন সাবেক ডিআইজি বজলুর রশীদ

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

অবৈধ সম্পদ অর্জনের মামলায় এক বছর কারাভোগের পর আদালতে জামিন পেলেন সাময়িক বরখাস্তকৃত ডিআইজি বজলুর রশীদ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার বিশেষ জজ-৫-এর বিচারক ইকবাল বৃহস্পতিবার এ আদেশ দেন।

এর আগে সকালে কারাগার থেকে আদালতে তোলা হয় তাকে। এ সময় বজলুর রশীদের আইনজীবী তার জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।

ডিআইজি বজলুর রশীদ

রূপায়ন হাউজিং স্টেট থেকে ঢাকার সিদ্ধেশ্বরী রোডে ২ হাজার ৯৮১ বর্গফুট আয়তনের অ্যাপার্টমেন্টের মালিক কিনেছিলেন সাবেক ডিআইজি বজলুর রশীদ। যার জন্য ৩ কোটি ৮ লাখ টাকা পরিশোধ করেনও তিনি। কিন্তু দুদকের তদন্ত টিমকে এ টাকার কোনো বৈধ উৎস দেখাতে পারেননি বজলুর রশীদ। এমনকি তার আয়কর নথিতেও গোপন করেছিলেন ফ্ল্যাটের হিসাব। এমন অবস্থায় অবৈধ সম্পদ অর্জনের দায়ে মামলা করে দুর্নীতি দমন কমিশন।

২০১৯ সালের ২০ অক্টোবর বজলুর রশীদকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন। গত ২২ অক্টোবর বজলুর রশীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এর আগে ২৬ আগস্ট এ মামলায় বজলুর রশীদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় দুদক।