প্রচ্ছদ আজকের সেরা সংবাদ একনেকে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ১৪টি প্রকল্প

একনেকে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ১৪টি প্রকল্প

চট্টগ্রামের মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জমি অধিগ্রহণসহ চূড়ান্ত অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় উঠেছে প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকার ১৪টি প্রকল্প।

রাজধানীর শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু হয়েছে একনেকের ১৭ তম সভা। সভায় রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রে সংযুক্ত জনবলকে বিশেষ ভাতা প্রদানের বিষয়ে একটি প্রকল্প উপস্থাপন করা হলেও বাড়ছে না প্রকল্পের মোট ব্যয়।

সভায় চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপিত হয়েছে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা ব্যয়ে বড় পুকুরিয়া বগুড়া কালিয়াকৈর ৪০০ কেভি লাইন স্থাপন, প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে বরিশাল পটুয়াখালী মহাসড়কে পায়রা নদীর ওপর পায়রা সেতু নির্মাণ। এছাড়াও অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে ৭৪৭ কোটি টাকা ব্যয়ে মোংলা বন্দর আধুনিকায়ন প্রকল্প।