প্রচ্ছদ অর্থনীতি এই প্রথম রিজার্ভ ৪০ বিলিয়ন ডলার ছাড়ালো

এই প্রথম রিজার্ভ ৪০ বিলিয়ন ডলার ছাড়ালো

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো ৪০ বিলিয়ন বা ৪ হাজার কোটি ডলারের মাইলফলক অতিক্রম করেছে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অর্থের উপর ভর করে বৃহস্পতিবার দিনশেষে রিজার্ভ নতুন উচ্চতায় পৌঁছায়।

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে প্রবাসীরা ৬৭১ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ২১৯ কোটি ডলার বেশি। এর আগে তিন মাসে কখনও দেশে এত রেমিট্যান্স আসেনি।

করোনাভাইরাসের প্রভাব শুরুর পর গত মার্চ শেষে রিজার্ভ ছিল ৩২ দশমিক ৩৯ বিলিয়ন ডলার। সেখান থেকে ৬ মাসে ৭ বিলিয়ন ডলার বেড়ে এ পর্যায়ে এসেছে। মূলত আমদানি খাতে বড় বিপর্যয়ের পাশাপাশি রপ্তানি খাত ঘুরে দাঁড়ানোয় বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এমতাবস্থায় গত চার মাসে আটবার রেকর্ড করেছে অর্থনীতির গুরুত্বপূর্ণ সূচকটি।

উল্লেখ্য, গত ৩ জুন দেশের ইতিহাসে প্রথমবারের মতো রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলার ছাড়ায়। তিন সপ্তাহের ব্যবধানে ২৪ জুন সেই রিজার্ভ আরও বেড়ে ৩৫ বিলিয়ন ডলার অতিক্রম করে। এক সপ্তাহ যেতে না যেতেই ৩০ জুন রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।

এরপর ২৮ জুলাই রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলারের ঘরও অতিক্রম করে। তিন সপ্তাহ পর গত ১৭ আগস্ট রিজার্ভ ৩৮ বিলিয়ন ডলার ছাড়ায়। এরপর সেপ্টেম্বর মাসের শুরুতে রিজার্ভের পরিমান ৩৯ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।