প্রচ্ছদ হেড লাইন ঋণের সুদ নিয়ে দুশ্চিন্তা করবেন না : ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী

ঋণের সুদ নিয়ে দুশ্চিন্তা করবেন না : ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য যেসব ব্যবসায়ী ঋণ নিয়েছেন, তাদের ঋণের সুদ নিয়ে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘যারা ইতিমধ্যে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছেন। কিন্তু করোনাভাইরাসের কারণে এই কয়মাস সবকিছু বন্ধের কারণে তাদের ঋণের সুদ বেড়ে গেছে। এখনই হয়তো তাদের সুদ পরিশোধ করতে হবে না।’

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সোমবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত জেলাসমূহের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘ভিডিও কনফারেন্সের পরই অর্থমন্ত্রীর সঙ্গে বসবো। সুদগুলো যেন স্থগিত থাকে এবং পরবর্তীতে কতটুকু মাফ করা যায়, এছাড়া কতটুকু আপনারা দিতে পারেন সেটা নিয়ে বিবেচনা করা হবে। তাই এটি নিয়ে আপনারা চিন্তা করবেন না।’

‘জনগণের জীবনযাপন ও জীবিকা নির্বাহকে বাঁচিয়ে রাখাই এখন সবচেয়ে বড় বিষয়,’ যোগ করেন শেখ হাসিনা।

তিনি বলেন, করোনাভাইরাসটি এখনও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েনি এমন আক্রান্ত এলাকাগুলো সরকার ধীরে ধীরে শিথিল করছে। ‘আমরা সেইসব খাতগুলোতে আমাদের মনোযোগ দিচ্ছি যাতে মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে এবং তাদের ব্যবসা-বাণিজ্য করতে পারে।’