প্রচ্ছদ হেড লাইন উত্তর মেসিডোনিয়ায় ট্রাক থেকে ১৪৪ বাংলাদেশী উদ্ধার

উত্তর মেসিডোনিয়ায় ট্রাক থেকে ১৪৪ বাংলাদেশী উদ্ধার

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

উত্তর মেসিডোনিয়ায় ১৪৪ জন বাংলাদেশীসহ ২১১ জন অভিবাসীকে উদ্ধার করেছে। এর মধ্যে ৬৩টি শিশুও রয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, তারা দেশটির দক্ষিণ গ্রিস সীমান্তে আঞ্চলিক সড়কে নিয়মিত টহলের সময় একটি ট্রাকে তাদের সন্ধান পায়।

দেশটির পুলিশ মঙ্গলবার জানিয়েছে, সীমান্তে কাজ করা পুলিশের ওই সদস্যরা সোমবার মধ্যরাতে গেভজেলিজা শহরের কাছে ট্রাকটি থামালে এর মাঝে অভিবাসীদের দেখতে পায়। এদের মধ্যে ৬৭ জন পাকিস্তানিও রয়েছেন।

পুলিশ ট্রাকটির চালকেকে গ্রেফতার করেছে। তিনি একজন মেসিডোনিয়ান।

উদ্ধার হওয়া অভিবাসীদের আটক দেখিয়েছে পুলিশ এবং তাদেরকে গেভজেলিজার একটি ট্রানজিট শেল্টার কেন্দ্রে রেখেছে।

এ বছরের শুরুর দিকে করোনাভাইরাসের কারণে গ্রিস সীমান্ত বন্ধ করে দিয়েছে উত্তর মেসিডোনিয়া। কিন্তু মানবপাচারকারীরা এখনো সেখানে তৎপর রয়েছে। পাচারকারীরা তুরস্ক থেকে গ্রিসের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে মানুষদের পাচার করে থাকে।

সূত্র : আলজাজিরা