প্রচ্ছদ রাজনীতি ঈদের আগেই খালেদা জিয়া মুক্তি পাবেন বলে ফখরুলের আশা প্রকাশ

ঈদের আগেই খালেদা জিয়া মুক্তি পাবেন বলে ফখরুলের আশা প্রকাশ

আসন্ন রমজানের ঈদের আগেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পাবেন বলে আশা প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘ঈদ পর্যন্ত আমাদের চেয়ারপারসন কারাগারে থাকবেন বলে মনে করি না। ঈদের আগেই তিনি মুক্তি পাবেন; এটা হওয়া উচিত।’

বুধবার (১৬ মে) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক চা চক্রে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের প্রত্যাশা থাকা স্বাভাবিক; চেয়ারপারসনের বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, সেগুলোতে আপিল করলে জামিন পাওয়া সম্ভব। আগামী ৭-১০ দিনের মধ্যে হাইকোর্টে ওইসব মামলার জামিন চাইবো।’

তিনি আরও বলেন, ‘সন্ত্রাসী যোশেফ, টাঙ্গাইলের সরকার দলীয় এমপি রানা, আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা আব্দুল লতিফ সিদ্দিকীকে কারাবন্দি অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও খালেদা জিয়া হাসপাতালের চিকিৎসা পাচ্ছেন না। এমনকি, চার সদস্যের মেডিক্যাল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসার জন্য যেসব সুপারিশ করেছে, তাও বাস্তবায়ন করা হচ্ছে না।’

আলাপকালে সদ্য সমাপ্ত খুলনা সিটি করপোরেশন নির্বাচন, সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা, নির্বাচন কমিশন এবং আসন্ন গাজীপুর নির্বাচন প্রসঙ্গ নিয়েও কথা বলেন মির্জা ফখরুল।

গাজীপুর সিটি নির্বাচন

বিএনপির মহাসচিব বলেন, ‘আসন্ন গাজীপুর নির্বাচন নিয়ে নতুন করে ভাববো, নতুন কৌশল ঠিক করবো। খুলনা নির্বাচনে যা হয়েছে, তার পরিপ্রেক্ষিতেই আমরা নতুন করে ভাববো।’

খুলনা সিটি নির্বাচন

মির্জা ফখরুল বলেন, ‘খুলনায় নতুন কৌশল অবলম্বন করেছে সরকার। সেখানে দৃশত শান্ত আর ভেতরে ভেতরে গোলমাল ছিল অনেক আগে থেকেই। সরকার ইসিকে বশীকরণ করে রেখেছিল; তাদের পদত্যাগ করা উচিত।’