প্রচ্ছদ আর্ন্তজাতিক ইসরাইলের ‘আত্মরক্ষার অধিকার রয়েছে’ : যুক্তরাষ্ট্র

ইসরাইলের ‘আত্মরক্ষার অধিকার রয়েছে’ : যুক্তরাষ্ট্র

গাজায় ইসরাইলের হামলার প্রতি সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, ইসরাইলের আত্মরক্ষার অধিকার রয়েছে।’ শনিবার মার্কিন পররাষ্ট্র দফতর এ কথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইসরাইল শনিবার ফিলিস্তিনে বিমান হামলা চালালে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়। এই ঘটনার প্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্র দফতরের নারী মুখপাত্র মর্গেন ওর্তাগাস এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্র ইসরাইলের নিরাপরাধ বেসামরিক লোক ও আবাসিক এলাকায় হামাসের চলমান রকেট হামলার তীব্র নিন্দা জানাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমরা সহিংসতাকারীদের প্রতি অবিলম্বে তাদের এই আগ্রাসন বন্ধের আহ্বান জানাচ্ছি।’

মর্গেন বলেন, ‘আমরা ইসরাইলের পাশে আছি এবং তাদের উপর এই হামলার জবাবে তাদের আত্মরক্ষার যে অধিকার রয়েছে তার প্রতি পূর্ণ সমর্থন দিচ্ছি।’