প্রচ্ছদ আর্ন্তজাতিক ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ক্ষমতা হারালেন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ক্ষমতা হারালেন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে একতরফা যুদ্ধ ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একক ক্ষমতা বাতিল করেছে দেশটির পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস। স্থানীয় সময় বুধবার হাউসে এ সংক্রান্ত একটি বিল সর্বসম্মতিক্রমে পাস হলেও বিষয়টি পরে জানাজানি হয়।

ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে মার্কিন সরকার বের হয়ে যাওয়ার দুই সপ্তাহ পর মার্কিন প্রতিনিধি পরিষদ এ বিল পাস করল।

বিলের প্রধান উদ্যোক্তা ডেমোক্র্যাট দলের সদস্য কিথ মোরিস এলিসন বলেন, পরমাণু সমঝোতা থেকে নিজেকে প্রত্যাহার ও ইরানের সঙ্গে শত্রুতামূলক বক্তব্যের বিরুদ্ধে এ বিল হচ্ছে জোরালো পদক্ষেপ। বিলটির মধ্য দিয়ে এই শক্তিশালী বার্তা দেয়া হলো যে, যুক্তরাষ্ট্রের জনগণ ও কংগ্রেস সদস্যরা ইরানের সঙ্গে যুদ্ধ চান না।

এ বিলের মধ্য দিয়ে কংগ্রেস যুদ্ধ ঘোষণার ক্ষমতা নিজের হাতে ফিরিয়ে নিল বলেও মন্তব্য করেন তিনি।

বিল পাসের পর কংগ্রেস সদস্য বারবারা লি উচ্ছ্বসিত হয়ে বলেন, ‘এ বিলটি পাসে আমি খুবই খুশি হয়েছি। প্রেসিডেন্ট ট্রাম্প এখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার কর্তৃত্ব হারিয়েছেন।’

আরও কয়েকজন প্রতিনিধি পরিষদ সদস্য একই ধরনের মনোভাব ব্যক্ত করেছেন। সবাই বলেছেন, তারা ইরানের সঙ্গে যুদ্ধ চান না।