প্রচ্ছদ আজকের সেরা সংবাদ ইরাকে রাষ্ট্রদূত ফেরত পাঠাচ্ছে সৌদি : সম্পর্কে উন্নতির আশাবাদ

ইরাকে রাষ্ট্রদূত ফেরত পাঠাচ্ছে সৌদি : সম্পর্কে উন্নতির আশাবাদ

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

সৌদি আরব ইরাকে নিযুক্ত নিজের রাষ্ট্রদূতকে আবার বাগদাদে ফেরত পাঠাবে বলে ঘোষণা করেছে। ইরাকে উগ্রবাদী গোষ্ঠী দায়েশ (আইএস) পরাজিত হওয়ার পর ইরাকের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার অংশ হিসেবে এ পদক্ষেপ নিতে যাচ্ছে রিয়াদ।

রিয়াদ সফররত ইরাকের উপ প্রধানমন্ত্রী আলী আলাভি’র সঙ্গে এক বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান এ ঘোষণা দিয়েছেন বলে ‘সৌদি গেজেট’ পত্রিকা জানিয়েছে। প্রিন্স ফয়সাল বলেন, ইরাকের সঙ্গে সম্পর্ক আরো শক্তিশালী করতে চায় রিয়াদ এবং এ লক্ষ্যেই সৌদি রাষ্ট্রদূতকে বাগদাদে ফেরত পাঠানো হচ্ছে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরাক সরকার দেশটিতে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার যে চেষ্টা চালাচ্ছে তার প্রতি রিয়াদের পূর্ণ সমর্থন রয়েছে। সৌদি আরব বিদেশি হস্তক্ষেপ ছাড়া ইরাকের সার্বভৌমত্ব অক্ষুণ্ন থাকুক তা দেখতে চায়।

রিয়াদ সফররত ইরাকি উপ প্রধানমন্ত্রী সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী মাজেদ আল-কাসাবি এবং অর্থমন্ত্রী মোহাম্মাদ আল-জাদানের সঙ্গেও সাক্ষাৎ করেন। এসব সাক্ষাতে দু’দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা হয়।

সৌদি আরব বহু বছরের বিরতির পর ২০১৫ সালের ডিসেম্বরে ইরাকে নিজের দূতাবাস কার্যক্রম শুরু করে এবং সামির আস-সাবহানকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়। কিন্তু পরবর্তীতে ইরাকের কোনো কোনো রাজনৈতিক নেতা সম্পর্কে সাবহান অবমাননামূলক বক্তব্য দেয়ার পর দু’দেশের সম্পর্কে টানাপড়েন তৈরি হয় এবং রিয়াদ তার রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়। পার্সটুডে