প্রচ্ছদ আজকের সেরা সংবাদ ইফতারে স্বাস্থ্যবিধি না মানায় মালয়েশিয়ার উপ-স্বাস্থ্যমন্ত্রীকে জরিমানা

ইফতারে স্বাস্থ্যবিধি না মানায় মালয়েশিয়ার উপ-স্বাস্থ্যমন্ত্রীকে জরিমানা

 

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

করোনাভাইরাসের এই সংক্রমণের সময় জমায়েত করে ইফতারি করায় মালয়েশিয়ার উপ-স্বাস্থ্যমন্ত্রী নুর আজমি গজলিকে জরিমানা করা হয়েছে। করোনাভাইরাস মোকাবিলায় স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রের প্রস্তুতি পরিদর্শনে গিয়ে তিনি সঙ্গীদের নিয়ে ইফতার করেন।

ফিনানসিয়াল এক্সপ্রেস জানান, সম্প্রতি ঘটে যাওয়া ওই ঘটনায় মন্ত্রী নুর আজমি গজলি ছাড়াও পিরাক রাজ্যের একজন কাউন্সিলর, সংসদ সদস্য ও মানবসম্পদ উন্নয়ন বিভাগের চেয়ারম্যানকে জরিমানা করা হয়েছে।  এই ঘটনার পর মন্ত্রী নুর আজমি নিজের ফেসবুক পেজে সেই ইফতারির একটি ছবি পোস্ট করেন। যা মালয়েশিয়ায়ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। পরে বিতর্কের মুখে তিনি ছবিটি ফেসবুক থেকে সরিয়ে নেন।

করোনার বিস্তার ঠেকাতে জনসমাগম, ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় আয়োজন বন্ধ করেছে দেশটিতে সরকার। পাশাপাশি জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের ভ্রমণ নিষিদ্ধ রয়েছে। এসব নিষেধাজ্ঞা তিন ধাপে বাড়িয়ে আগামী ১২ মে পর্যন্ত করা হয়েছে।এদিকে সরকারের আদেশ লঙ্ঘনের অভিযোগ ওঠায় ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছেন মন্ত্রী নুর আজমি।