প্রচ্ছদ আজকের সেরা সংবাদ ইজতেমায় আরও দুই মুসল্লির মৃত্যু

ইজতেমায় আরও দুই মুসল্লির মৃত্যু

টঙ্গীর তুরাগ তীরে শুরু হওয়া চারদিন ব্যাপী বিশ্ব ইজতেমায় আগত আরও দুই মুসল্লি মারা গেছেন।

আজ শনিবার ঢাকার কদমতরা এলাকার মো. আবুল হোসেন ইজতেমা ময়দানে তার নিজ খিত্তায় ভোর ৫টার দিকে হটাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

এর আগে শুক্রবার দুপুরে আব্দুর রহমান নামে এক মুসল্লি মারা যান। তিনি সিরাজগঞ্জের বেলকুচি থানার মৃত হাতেম আলীর ছেলে। ইজতেমা মাঠে তাদের নামাজে জানাযা শেষে মরদেহগুলো গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। এ নিয়ে ইজতেমায় আগত মুসল্লির মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয়ে।

দেশ ও জাতির মঙ্গল কামনার মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় জুবায়েরপন্থীদের আখেরি মোনাজাত আজ শেষ হয়েছে। বাংলাদেশের কাকরাইল মসজিদের ইমাম মাওলানা হাফেজ মো. জোবায়েরের আখেরি মোনাজাত পরিচালনা করেন।

এর আগে হেদায়েতি বয়ানের মধ্য দিয়ে আজ শনিবার সকাল সাড়ে ৭টায় আজকের কার্যক্রম শুরু হয়।