প্রচ্ছদ সারাদেশ আরিচা ঘাট এলাকায় সওজের অবৈধ স্থাপনা উচ্ছেদ

আরিচা ঘাট এলাকায় সওজের অবৈধ স্থাপনা উচ্ছেদ

মানিকগঞ্জ :

মানিকগঞ্জে শিবালয় উপজেলার আরিচা ঘাট এলাকায় সওজের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সোমবার সকাল ১০টা থেকে দিনব্যাপি মানিকগঞ্জ সড়ক বিভাগের রাস্তার দু’পাশের জায়গা উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপদ বিভাগের যুগ্নসচিব ও আইন কর্মকর্তা মাহবুবুর রহমান ফারুকী।

এ সময় মানিকগঞ্জ সড়ক বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গাউস-উল-হাসান মারুফ, উপ-বিভাগীয় প্রকৌশলী আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ সড়ক বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গাউস-উল-হাসান মারুফ বলেন, আরিচা লঞ্চ ঘাট এলাকার ড্রেন নির্মান এবং উন্নয়ন কাজের স্বার্থে আমাদের এই উচ্ছেদ অভিযান। উচ্ছেদ অভিযানের আগে তাদেরকে সর্তকতা নোটিশ প্রদান ও মাইকিং করা হয়েছিল।

এর পরেও যারা স্থাপনা সরিয়ে নেয়নি তাদের স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযানে আরিচা ঘাট এলাকার অবৈধ ২০টি দোকান-পাট, ঘর-বাড়ি উচ্ছেদ করা হয়।

তিনি আরো জানান,রাস্তা প্রশস্তকরণ ড্রেন নির্মানের কাজের জন্য সড়কের দুই পাশে সকল ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে এর আগে অনেকবার সড়ক ও জনপদের রাস্তা দখলকারীদের উচ্ছেদের নোটিশ দিলেও তারা নিজেরা সড়ক ও জনপদের রাস্তা ছেড়ে না দেয়ায় সর্বশেষ এই অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপথ বিভাগ।

উচ্ছেদ অভিযানে পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী, পল্লী বিদ্যুৎ এবং নিরাপদ সকড় চাই সংগঠনের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।