প্রচ্ছদ আজকের সেরা সংবাদ আমরা সাধারণ জনগণের ৬ দফা দাবি

আমরা সাধারণ জনগণের ৬ দফা দাবি

দেশে সুশাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতা দেওয়া, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ, মানবাধিকার নিশ্চিতকরণ, দ্রব্যমূল্য হ্রাস ও যানজট নিরসন-এ ছয় দফা দাবি জানিয়েছে ‘আমরা সাধারণ জনগণ’ নামের একটি সংগঠন।

সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে ‘আমরা সাধারণ জনগণ’ এর ব্যানারে আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়।

সভায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, একটি রাষ্ট্রের নাগরিক হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নাগরিক যদি সোচ্চার না হয় তাহলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব না। সামনে নির্বাচন আসছে, আর এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, এই নির্বাচনে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নাগরিকের ভোটাধিকার প্রয়োগ করা। আর এতে বড় ভূমিকা রাখতে পারে মিডিয়া। পরে আসে রাজনৈতিক দল। ২০১৪ সালে যে একতরফা নির্বাচন হয়েছিল আশা করা হচ্ছে এবার তা হবে না।