প্রচ্ছদ বিনোদন আবারও মা হচ্ছেন কারিনা?

আবারও মা হচ্ছেন কারিনা?

প্রথম সন্তান তৈমুর এখনও অনেক ছোট। এর মধ্যে আবারও মা হতে চলেছেন কারিনা কাপুর খান? এই অভিনেত্রীর কিছু ‘বিশেষ’ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে এমন খবর ছড়ানো হয়েছে। আর তা নিয়ে শুরু হয়েছে তুলকালাম।

সম্প্রতি কারিনার গর্ভবতী অবস্থার কিছু ছবি টুইটার ও ফেসবুকে পোস্ট করে লেখা হয়েছে, ‘দ্বিতীয় বার মা হতে চলেছেন এই অভিনেত্রী।’ এসব ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। শুরু হয়েছে কমেন্টের বন্যা। কারিনা ও সাইফ আলী খানের শিশুপুত্র তৈমুরকে ঘিরে যে বিপুল উন্মাদনা মিডিয়ার, তাতে এই ছবি আরও খানিকটা ইন্ধন জোগাচ্ছে বলে মনে করা হচ্ছে।

এর মধ্যে এক সাক্ষাৎকারে কারিনা জানিয়েছিলেন, দ্বিতীয়বার মা হতে তার আপত্তি নেই। তবে তৈমুরের সঙ্গে সেই সন্তানের বয়সের ব্যবধান দু’বছর হতে হবে। তৈমুরের বয়স এরই মধ্যে দুই বছর পেরিয়েছে। ফলে ফ্যানদের একাংশ মনে করছেন, এসব ছবি কারিনার দ্বিতীয়বার গর্ভধারণের হতে পারে।

তবে একটি সূত্র বলছে, কারিনার এই ছবিগুলো ২০১৬ সালে তৈমুরের জন্মের আগের। সেইসব ছবিই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বিভ্রান্ত করতে চাইছেন কেউ কেউ।

এদিকে এই মুহূর্তে করণ জোহরের একটি ছবিতে অভিনয় করছেন কারিনা, যেখানে তার চরিত্র এক গর্ভবতী নারীর।