প্রচ্ছদ ধর্ম আজ পবিত্র হজ্জ

আজ পবিত্র হজ্জ

শরিফুল ইসলাম-

তালবিয়ার “লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান্নি’মাতা লাকা ওয়াল-মুলক’- ধ্বনিতে ১৫০টি দেশের ৬০ হাজার মুসলমানের উপস্থিতিতে ঐতিহাসিক ও পবিত্র স্থান আরাফার ময়দানে আজ পালিত হবে পবিত্র হজ্জ। মূলত হজ্জের প্রধান কাজ আরাফার দিবসে সম্মানিত হাজীগণ আজ আরাফার ময়দানে অবস্থান করবে এবং শেষ বেলায় ওকুফে আরাফা পালন করবে।

আজ আরাফা দিবসে মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেবেন কাবার ইমাম ও খতিব শায়খ ড. বানদার বালিলাহ। বাংলাসহ ১০টি ভাষায় অনুবাদ করে প্রচার করা হবে এটি। খুতবার বাংলা অনুবাদ করবেন মক্কা ইসলামী সেন্টারে দাঈ হিসেবে কর্মরত বাংলাদেশের কক্সবাজার জেলার মাওলানা আ.ফ.ম ওয়াহীদুর রহমান।

গতকাল মিনাতে উপস্থিতির মাধ্যমে এবারের হজ্জ পালনের আনুষ্ঠানিকতা শুরু হয়। গতকাল সূর্যোদয়ের পর মিনার উদ্দেশে রওয়ানা দেন হাজিরা। বৈশ্বিক মহামারির কারণে নির্দিষ্ট সংখ্যক মুসলমানদের হজ্জ করার অনুমতি দেয়া হয়েছে।