প্রচ্ছদ খেলাধুলা আগামী ৪ বছরে টানা চার ক্রিকেট বিশ্বকাপ!

আগামী ৪ বছরে টানা চার ক্রিকেট বিশ্বকাপ!

 বিশ্বকাপ

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

করোনার আগ্রাসনে এক বছর পেছানো হয়েছে টি-টুয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটপ্রেমীরা নিশ্চয়ই এমন খবরে কষ্ট পেয়েছেন। তবে তাদের জন্য সুসংবাদও আছে। আগামী ৪ বছরে টানা ৪টি ক্রিকেট বিশ্বকাপ উপভোগ করতে পারবেন তারা!

সাধারণত বিশ্বকাপ আসে ৪ বছর পর একবার। দীর্ঘ প্রতীক্ষার পর দেখা মেলে বিশ্ব আসরের। ওয়ানডে বিশ্বকাপের ক্ষেত্রে সেই নিয়মই থাকছে। তবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ২ বছর পরপর অনুষ্ঠিত হবে টি-টুয়েন্টি বিশ্বকাপ। সে হিসাবেই চলতি বছরের পর ২০২২ সালে আরেকটি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এক বছর পিছিয়ে আগামী বছর অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টুয়েন্টি বিশ্বকাপ। ১৪ নভেম্বর হবে আসরের ফাইনাল। এরপর ২০২২ সালের অক্টোবর-নভেম্বরে হবে পূর্বনির্ধারিত টি-টুয়েন্টি বিশ্বকাপ। ১৩ নভেম্বর হবে এই বিশ্বকাপের ফাইনাল।

২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। ২৬ নভেম্বর হবে আসরের ফাইনাল ম্যাচ। এরপর ২০২৪ সালেই আবারো আয়োজিত হওয়ার কথা টি-টুয়েন্টি বিশ্বকাপ। তবে আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান বা এফটিপিতে এ বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।