প্রচ্ছদ খেলাধুলা আইপিএলের ফাইনালে মুম্বাই-চেন্নাই

আইপিএলের ফাইনালে মুম্বাই-চেন্নাই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গী হয়েছে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস। ফলে আইপিএলের সবচেয়ে সফল দুটি ফ্রাঞ্চাইজি এবার মুখোমুখী হবে ফাইনালে। গত আসরের চ্যাম্পিয়ন চেন্নাই শুক্রবার রাতে দিল্লিকে হারিয়েছে ৬ উইকেটে।

আর প্রথম কোয়ালিফায়ার ম্যাচ জিতে আগেই ফাইনাল নিশ্চিত করেছে মুম্বাই। রোববার বাংলাদেশ সময় রাত আটটায় শিরোপা লড়াইয়ে নামবে রোহিত শর্মার মুম্বাই ও ধোনির চেন্নাই।

শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে আগে ব্যাট করে ছয় বছর পর শেষ চারে যাওয়া দিল্লি ক্যাপিটালস ৯ উইকেটে ১৪৭ রান তোলে। ইমরান তাহির, হরভজন সিং, ডোয়াইন ব্রাভোদের নিয়ন্ত্রিত বোলিংয়ে অল্প রানেই আটকে যায় দিল্লির রানের চাকা।

চেন্নাইয়ের দুই ইনফর্ম ওপেনার ফাফ ডু প্লেসিস ও শেন ওয়াটসনের জোড়া হাফ সেঞ্চুরির কারণে এই রান সহজেই টপকে গেছে চেন্নাই। ডু প্লেসিস ৫০ রান করেছেন ৩৯ বলে, আর ওয়াটসন সমনা সংখ্যক রান করেছেন ৩২ বলে। এই দুজনের ৮১ রানের উদ্বোধনী জুটির পর অম্বডি রাইডুর ২০ রানে ভর করে ৪ উইকেট হারিয়ে এক ওভার হাতে রেখেই ম্যাচ শেষ করে চেন্নাই।