প্রচ্ছদ বিনোদন অস্কারের ৯৩ বছরের ঐতিহ্য এবার পরিবর্তন হচ্ছে

অস্কারের ৯৩ বছরের ঐতিহ্য এবার পরিবর্তন হচ্ছে

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

বিশ্বের অন্যতম আতঙ্ক করোনাভাইরাস সব কিছু ওলটপালট করে দিলো। অনেকেই বলেছেন, করোনাভাইরাসের কারণে পৃথিবী দুটো ভিন্ন ভাগে ভাগ হয়ে গেছে। একটি কোভিড পূর্ববর্তী যুগ, অন্যটি কোভিড পরবর্তী যুগ। আর এই কোভিড যুগে ৯৩ বছরের প্রথা ভাঙতে চলেছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস।

বিশ্বের সবচেয়ে বেশি সমাদৃত চলচ্চিত্র পুরস্কার অস্কারের তারিখ এবার পিছিয়ে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়। আর সেই অনুষ্ঠানে ৯৩ বছরের পরম্পরা ভাঙতে চলেছে। ২০২১ সালের অস্কার এবার ৪ মাস পিছিয়ে দেওয়ার কথা ভাবছে কমিটি।

উল্লেখ্য, আগামী বছর ২৮ ফেব্রুয়ারিতে অস্কার আয়োজনের কথা রয়েছে। তবে যেভাবে ২০২০ সাল জুড়ে একের পর এক ফিল্মের শুটিং স্তব্ধ রয়েছে, তাতে মাথায় হাত নির্মাতাদের। বহু ফিল্মই বিশ্বজুড়ে মুক্তি দিতে পারছেন না নির্মাতারা, বা নির্দিষ্ট দিনে শুটিং ফ্লোরে যেতে পারছে না। এমন অবস্থায় অস্কারের ঐতিহ্য ভেঙে তা ৪ মাস পিছিয়ে দেওয়ার পথে কর্তৃপক্ষ।