প্রচ্ছদ আজকের সেরা সংবাদ অর্ধেক আসন ফাঁকা রেখেই চলবে ট্রেন

অর্ধেক আসন ফাঁকা রেখেই চলবে ট্রেন

 

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত অর্ধেক আসন ফাঁকা রেখেই ট্রেন চালানো হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

তিনি বলেন, ৫০ শতাংশ আসনে যাত্রী নিয়ে চলবে ট্রেন। ভাড়াও বাড়ানো হবে না। তবে পরিস্থিতি উন্নতিসাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার (৩১ আগস্ট) রেলভবনে লাগেজ ভ্যান সংগ্রহে চীনের কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী।

নূরুল ইসলাম সুজন বলেন, আসন পূর্ণ করে আগের ভাড়ায় বাস চলাচলের সিদ্ধান্ত হয়েছে। আমরা (রেল চলাচল নিয়ে) তেমন কোনো সিদ্ধান্ত নেইনি। করোনার সময়ের মতো অর্ধেক যাত্রী নিয়েই ট্রেন চালাবো।

রেলমন্ত্রী বলেন, করোনা ভাইরাস সংক্রমণ এখন উপরের দিকে যাবে, নাকি নিচের দিকে নামবে, তা এখনও আমার নিশ্চিত নই। তাই অপেক্ষা না করে সমস্ত রেল আমরা পর্যায়ক্রমে চালানোর সিদ্ধান্ত নিয়েছি।

অনুষ্ঠানে রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।