প্রচ্ছদ বিশেষ প্রতিবেদন অভিযান থামলে সড়ক হয়ে যায় আগের মতো

অভিযান থামলে সড়ক হয়ে যায় আগের মতো

রাজধানীতে যানজট কমাতে না পারলে আইন ভাঙার প্রবণতাও কমানো সম্ভব না। রাজধানীর সড়কে শৃঙ্খলা আনতে বারবার অভিযান চালানো হলেও এতে কোনও বিশেষ লাভ হচ্ছে না।  অভিযানের প্রথম কয়েকটা দিন সড়কে কিছুটা শৃঙ্খলা থাকলেও অভিযান থামলে ফিরে যায় আগের অবস্থায়।

বাস থামার জন্য নির্দিষ্ট জায়গা করে দিলেও বাস ড্রাইভাররা তা মানছে না। পথচারীরাও ফুটপাত বা জেব্রাক্রসিং ব্যবহার না করে রাস্তা পার হচ্ছেন ইচ্ছেমতো। এতে দ্রুতগতির যানবাহনগুলো থেমে গিয়ে সৃষ্টি হচ্ছে যানজট। বাড়ছে নিয়ম ভাঙার প্রবণতা।

চালকরা বলছেন, যানজটের কারণে তাদের তাড়াহুড়া করতে হয়। এ কারণে যাত্রীরা যেখানে দাঁড়ায় সেখানেই বাস থামান তারা বলছেন, যানজট কমাতে না পারলে এ অবস্থা বন্ধ হবে না।  এজন্য ফ্লাইওভারের পাশাপাশি সড়কের ক্রসিংগুলোতে গাড়ির জন্য ইউলুপ ও আন্ডারওয়ে তৈরি করা হলে পরিস্থিতির অনেকটা উন্নতি হবে বলে মনে করেন ট্রাফিক পুলিশ, চালক ও পথচারীরা।

ডিএমপি ট্রাফিক সার্জেন্ট রিয়াদ হাসান বলেন, যানবাহন সচল রাখা গেলে আইন ভাঙার প্রবণতা কমানো যাবে।