প্রচ্ছদ খেলাধুলা অধিনায়কত্ব হারাচ্ছেন সাকিব আল হাসান?

অধিনায়কত্ব হারাচ্ছেন সাকিব আল হাসান?

ওয়েস্ট ইন্ডিজ সফরে পরিবর্তন হচ্ছে টাইগারদের দলনেতা। ক্যারিবীয়রাদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সাকিবের পরিবর্তে অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে অন্য কাউকে।

কিছুদিন আগে দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ হওয়ার পর সমালোচনার ঝড় চলছে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে। বিশেষ করে টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের অধিনায়কত্ব নিয়েই বেশি প্রশ্ন উঠেছে।

জানা গেছে, অধিনায়ক হিসেবে দলে সাকিবের ভূমিকা এতটাই নড়বড়ে হয়ে পড়েছে যে তাকে নাকি এই পদ থেকে সরিয়ে দেয়ার কথাও ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)!

সোমবার (১১ জুন) বিসিবির এক্সিকিউইটিভ কমিটির এক সভায় সাকিবের ভূমিকা এবং অধিনায়কত্ব নিয়ে আলোচনা করা হয়েছে বলে জানা গেছে। শুধু তাই নয়, আগামী ওয়েস্ট ইন্ডিজ সফরে সাকিবের পরিবর্তে মাহমুদুল্লাহ রিয়াদকেই নাকি অধিনায়ক হিসেবে মনোনীত করার জন্য বলা হয়েছে।

যদিও তা দল ঘোষণার পর পরই নিশ্চিত হওয়া যাবে। সবকিছু ঠিক থাকলে আজ কালকের মধ্যেই ক্যারিবিয়ানদের বিপক্ষে টাইগারদের টেস্ট স্কোয়াড ঘোষণা করা হবে।

তবে টি টুয়েন্টিতে সাকিবের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠলেও টেস্টে দলের নেতৃত্বভার তার কাঁধেই থাকছে সেটি নিশ্চিত।