প্রচ্ছদ সারাদেশ অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে নেত্রকোনায় আবারও বন্যা

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে নেত্রকোনায় আবারও বন্যা

নেত্রকোনায় আবারও বন্যা

নেত্রকোনা প্রতিনিধি :

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা ও দুর্গাপুরে আবারও বন্যা দেখা দিয়েছে। দুর্গাপুরের সোমেশ্বরী নদীর পানি এবং কলমাকান্দার উব্দাখালি নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

কলমাকান্দা উপজেলা সদর লেঙ্গুরা, রংছাতী, পোগলা, কৈলাটিসহ বেশ কয়েকটি ইউনিয়নের শতাধিক গ্রামের নিচু এলাকা ইতোমধ্যে পানিতে তলিয়ে গেছে। উপজেলার সরকারি স্থাপনা ও বাসা-বাড়িতে পানি প্রবেশ করেছে। তলিয়ে গেছে বেশ কয়েকটি সড়কও।

নেত্রকোনা জেলা পানি উন্নয়ন বোর্ড জানায়, দুর্গাপুরের সোমেশ্বরী নদীর পানি এবং কলমাকান্দার উব্দাখালি নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার মগড়া, উব্দাখালী, মহাদের ও কংশসহ অন্যান্য নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

কৃষি বিভাগ জানায় বন্যার কারণে কলমাকান্দা ও বারহাট্টা উপজেলার ১৫ একর জমির আমন বীজতলা পানিতে তলিয়ে গেছে।

নেত্রকোনার জেলা প্রশাসক মঈনউল ইসলাম জানান, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে পানি বাড়ছে। উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ নিয়মিত খোঁজ-খবর রাখছেন। দুর্গতদের জন্য যথেষ্ট ত্রাণ সামগ্রী মজুদ আছে।