প্রচ্ছদ আজকের সেরা সংবাদ মানিকগঞ্জে মাহফিলে ইসকনের কার্যক্রম নিয়ে সর্তক থাকতে বলাকে কেন্দ্র করে হামলায় জামায়াত...

মানিকগঞ্জে মাহফিলে ইসকনের কার্যক্রম নিয়ে সর্তক থাকতে বলাকে কেন্দ্র করে হামলায় জামায়াত নেতা আহত, গ্রেফতার ১


নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ:

ওয়াজ মাহফিলে ইস্কন নিয়ে সর্তক করাকে কেন্দ্র করে ওয়ার্ড জামায়াতের সভাপতি ও মাদ্রাসার প্রিন্সিপালের উপর হামলার ঘটনায় ১জনকে গ্রেফতার করেছে পুলিশ।জেলা শহর সহ কৃঞ্চপুর এলাকায় আওয়ামী-জাসদ সস্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।

ঘটনার বিবরনে জানা যায়,গত ৩০শে নভেম্বর কৃঞ্চপুর তাজবিদুল কুরআন হাফিজিয়া এতিম খানা মাদ্রাসার ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন আওয়ামীলীগ নেতা স্থানীয় ৮নং ওয়ার্ডের সভাপতি মোঃ তাইজু্িদ্দন মেম্বার । এসময় অনুষ্ঠানের প্রধান বক্তা ইস্কনের সন্ত্রাসী কার্যক্রম নিয়ে কথা বললে অনুষ্ঠানের সভাপতি তাইজুদ্দিন মেম্বার বাধা প্রদান করেন।

উপস্থিত মুসুল্লিদের প্রতিবাদের মুখে আয়োজন ও সভাপতি তাইজু্িদ্দন মেম্বার ওয়াজের মঞ্চ ত্যাগ করতে বাধ্য হয়।

পরে ১লা ডিসেম্বর বিকাল সাড়ে ৪টার সময় তাইজুুিদ্দন মেম্বার ,তার ছেলে ছাত্রলীগ নেতা রিফাত,সজল,স্বপন,তারেক হোসেন,মোঃ সোলাইমান হোসেন সহ আওয়ামীলীগ-জাসদের ১২/১২ জন সন্ত্রাসী কায়দায় ধারালো দা,লোহার রড,লাঠি দিয়ে জামায়াতে ইসলামীর কৃঞ্চপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সভাপতি ও চর কৃঞ্চপুর আন নূর তাহফিজুল কুরআন মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ সোলাইমান হোসেনের উপর রেপরোয়া হামলা করে মারাত্নক ভাবে আহত করে।এসময় তারা সোলাইমান হোসেনের অফিস হতে টাকা সহ বেশ কিছু জিনিষ নিয়ে য়ায়। পরে স্থানিয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে জেলার ২৫০ শয্য বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধী রয়েছেন তিনি। মারধরে কারনে তার শরীরের বিভিন্ন জায়গায় নিলাফোলা জখম হয়।

এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মামলা হয়েছে এবংঅ পুলিশ ১ন আসামী আওয়ামী নেতা কৃঞ্চপুর ইউনিয়নের ৮ নং ওয়াডের সদস্য (মেম্বার) তাইজুদ্দিন মোল্লাকে গ্রেফতার করেছে ।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ এই বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল রোববার দিনগত রাতে তকে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনার পরপরি রাতেই আহত জামায়েত নেতার স্ত্রী বাদী হয়ে ইউপি সদস্য তাইজুদ্দিন মোল্লাসহ একই ওয়ার্ডের রিফাত, সজল, তারেক, স্বপন এবং জাসদ নেতা সোলায়মান খানের নাম উল্লেখ করে ও আরও ১০/১২ জনের অজ্ঞাত নামে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ জানান, মামলার পরপরি রাতেই প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের অভিযান চলছে।

অন্যদিকে আজ সোমবার জামায়াত নেতার উপরে হামলার প্রতিবাদে কৃঞ্চপুর বাজারে ও মানিকগঞ্জ শহরে জামায়াতের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। আসামীদের গ্রেফতারের দাবীতে তারা এ মিছিল করে।

জেলা শহরে কোর্ট মসজিদ চত্ত্বর হতে জেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা মুহাম্মদ কামরুল ইসলামের নেতৃত্বে এক বিলাশ প্রতিবাদ মিছিল শহর প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে পরে শহীদ রফিক চত্ত্বরে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মুহাম্মদ নূরুল ইসলাম,জেলা ওলামা বিভাগের সেক্রেটারী মাওলানা মুহাম্মদ জাকিরুল ইসলাম খান,সদর থানা আমীর মুহাম্মদ ফজলুল হক,পৌর আমীর মুহাম্মদ হুমায়ুন কবীর,সদর থানা সেক্রেটারী এ্যাড,সালাহউদ্দিন সহ জামায়াত নেতৃবৃন্দ।