প্রচ্ছদ আজকের সেরা সংবাদ মানিকগঞ্জে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর বীমা দাবীর চেক হস্তান্তর

মানিকগঞ্জে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর বীমা দাবীর চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ :

মানিকগঞ্জে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর বীমা দাবীর চেক হস্তান্তর ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১১ ডিসেম্বর) সকালে জেলার শিবালয় উপজেলা মিলনায়তনে উক্ত বীমা দাবীর চেক হস্তান্তর ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ্যাডভোকেট আশরাফ উদ্দিন আহমেদের সঞ্চালনায় ও প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স মানিকগঞ্জ জেলা শাখার ইনচার্জ মোঃ আবুল বাশার রেজার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলাল হোসেন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স এর উপ-ব্যবস্থাপনা পরিচালক উন্নয়ন ও প্রশাসন মোঃ আনিছুর রহমান মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা কর্পোরেট জোন-০১ এর এসইভিপি ও ইনচার্জ মোঃ আমিনুল হক, ইভিপি ও ইনচার্জ ঢাকা জোন-০৮ তপন কুমার বিশ^াস।

এসময় প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স এর শিবালয় উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গ্রাহক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিবালয় উপজেলার টেপরা শ্রীবাড়ী এলাকার আফজাল হোসেনের স্ত্রী উজালা বেগম এর হাতে ৫ লাখ টাকার মৃত্যু দাবী বিমার চেক তুলে দেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলাল হোসেন।