প্রচ্ছদ আজকের সেরা সংবাদ মানিকগঞ্জে আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক একাডেমিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মানিকগঞ্জে আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক একাডেমিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :

মানিকগঞ্জে গতকাল চুড়ান্ত প্রতিযোগীতার মাধ্যমে আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ তিন দিনব্যাপী বার্ষিক একাডেমিক প্রতিযোগিতা শেষ হয়েছে।

প্রতিষ্ঠানের ভাইস-প্রিন্সিপাল আব্দুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিও মুহাম্মদ আইন উদ্দীন।শিক্ষক মন্ডলী,ছাত্র-ছাত্রী,অভিভাবকবৃন্দ একাডেমিক প্রতিযোগীতা উপভোগ করেন।

প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল মোঃ আব্দুর রশিদ বলেন, “এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের একটি চমৎকার মাধ্যম। এটি তাদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাসী হয়ে উঠতে সহায়তা করবে।”

তিনি বলেন, প্লে, নার্সারি ও কেজি শ্রেণির ক্ষুদে শিক্ষার্থীরা সহ সকল শ্রেনীর ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে তাদের মেধা, সৃজনশীলতা এবং দক্ষতার অনন্য প্রকাশ ঘটিয়েছে ।

প্রতিযোগিতার উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলা, তাদের সৃজনশীলতা বিকাশ করা এবং শিক্ষা কার্যক্রমকে আনন্দদায়ক ও উৎসাহব্যঞ্জক করে তোলা। একাডেমিক কম্পিটিশনের মাধ্যমে শিক্ষার্থীদের ভাষা, গণিত এবং অন্যান্য বিষয়ে দক্ষতা প্রদর্শনের পাশাপাশি তাদের আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগ তৈরি হয়।

প্রতিযোগীতার ডিবেটে বেস্ট স্পিকারের পুরস্কার অর্জন করে মানিকগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব , দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি মোঃ শাহানুর ইসলাম ও সরকারি বিচারপতি নূরুল ইসলাম কলেজের প্রভাষক রেবেকা সুলতানার পুত্র ৫ম শ্রেনীর ছাত্র মুহাম্মদ আব্দুল্লাহ আল মূসা।

উল্লেখ্য যে,আকিজ গ্রুপ এই শিক্ষা প্রতিষ্ঠানটি মানিকগঞ্জে প্রতিষ্ঠা করে এ অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে ইংরেজি শিক্ষার দক্ষতা গড়ে তুলতে ব্যাপক ভুমিকা রাখছে।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে উদযাপন করা হয়।