নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ :
মানিকগঞ্জ জেলা পুলিশের আয়োজনে মানিকগঞ্জ পুলিশ লাইন্সে জেলার বিদায়ী পুলিশ সুপার, মোঃ বশির আহমেদ, (এ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), মহোদয়ের বদলিজনিত বিদায় উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা ও নবাগত পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন, মানিকগঞ্জ এর আগমন উপলক্ষে বিশেষ কল্যাণ সভার আয়োজন করা হয়।
বদলি জনিত বিদায়ে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি। জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে সকল পদবীর পুলিশ সদস্যবৃন্দ বিদায়ী অতিথির মানিকগঞ্জ জেলায় তার কর্মময় সময়ের স্মৃতিচারণ করেন। বিদায়ী অতিথি মানিকগঞ্জ জেলার পুলিশ সদস্যদের সবাইকে ধন্যবাদ জানান এবং তাঁর ও তাঁর পরিবারের জন্য দোয়া কামনা করেন।
তিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত, পুলিশ সুপার মোঃ বশির আহমেদ নবাগত পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন, মানিকগঞ্জ এর নিকট দায়িত্ব অর্পন করেন। বিদায়ী পুলিশ সুপার মানিকগঞ্জ জেলাবাসীকে তার প্রত্যেকটি কাজে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। মানিকগঞ্জ জেলা পুলিশ সব সময় মানিকগঞ্জবাসীর পাশে থাকবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া মানিকগঞ্জ জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিদায়ী পুলিশ সুপার ও নবাগত পুলিশ সুপার মহোদয়কে বিদায়ী ও আগমনী শুভেচ্ছা জানান।