প্রচ্ছদ আজকের সেরা সংবাদ “দুষ্টের দমন শিষ্টের পালনই হচ্ছে পুলিশের কাজ”: মানিকগঞ্জের নবাগত পুলিশ সুপার

“দুষ্টের দমন শিষ্টের পালনই হচ্ছে পুলিশের কাজ”: মানিকগঞ্জের নবাগত পুলিশ সুপার

এ এস এম সাইফুল্লাহ, মানিকগঞ্জ :

মানিকগঞ্জের নবাগত পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন বলেছেন দুষ্টের দমন ও শিষ্টের পালন করা হচ্ছে পুলিশের কাজ। যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে আরা যারা আমাদের সাথে আছেন যারা ভালো কাজ করবেন জেলা পুলিশ তাদের সাথে নিয়েই পথ চলবে।

তিনি আজ মঙ্গলবার বেলা ১২ টায় পুলিশ সুপার কার্যালয়ে মানিকগঞ্জ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অথর্, মোঃ আব্দুল ওয়ারেস, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্, সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ সালাউদ্দিন, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক কমিটির উপদেষ্টা গোলাম ছারোয়ার ছানু, আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ^াস, সদস্য সচিব মোঃ শাহানুর ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় পুলিশ সুপার বলেন, গণমাধ্যম হচ্ছে জনগণের আয়নাস্বরূপ, যার প্রতিফলন সব জায়গায় হয়। বাংলাদেশ পুলিশ আপনাদের নিয়ে আমরা একত্রে কাজ করতে চাই বিশেষ করে মানিকগঞ্জ জেলায়। চাঁদাবাজির বিষয় পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর আমরা যারা এখানে কর্মরত আছি, আমরা কোনো চাঁদাবাজি প্রশ্রয় বা আশ্রয় কোনো কিছুই দেব না। আমরা আপনাদের সহযোগিতা চাই। মানিকগঞ্জে যেসব সমস্যা আছে, সেগুলো যাতে সমাধান করতে পারি এবং কার্যকরভাবে জনগণের আস্থা অর্জন করতে পারি সে চেষ্টা করব।

মতবিনিময় সভায় সাংবাদিকরা মানিকগঞ্জ জেলার সার্বিক আইন শৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা, ইভজিটিজিং,মদকসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন । নবাগত পুলিশ সুপার ধৈর্য্য সহকারে তাদের পরামর্শগুলো শোনেন এবং কার্যকর পদক্ষেপ গ্রহনের আশ^াস দেন।