এ এস এম সাইফুল্লাহ, মানিকগঞ্জ :
তানজিলুর ফারগানি তানজু মানিকগঞ্জ টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ (মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারী) আনুষ্ঠানিক ভাবে নবগঠিত পরিষদ ঘোষণা করেন পুলিশ সুপার মোছাম্মৎ ইয়াছমিন খাতুন।
মানিকগঞ্জ টেনিস ক্লাবের আয়োজনে টেনিস গ্রাউন্ডে অনুষ্ঠিত নব নির্বাচিত কার্যকরী পরিষদের পরিচিতি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোঃ আব্দুল ওয়ারেস, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অপস সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি ইমতিয়াজ মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার সদও সার্কেল মোঃ সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শিবালয় সার্কেল সাদিয়া সাবরিনা চৌধুরী, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ^াসসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে মানিকগঞ্জ টেনিস ক্লাবের ২০২৫-২৬ ইং সনের ২ বছর মেয়াদী ১৬ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের নাম ঘোষনা করেন পুলিশ সুপার মোছাঃ ইয়াসমিন খাতুন।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন পুলিশ সুপার মোছাঃ ইয়াসমিন খাতুন, সাধারন সম্পাদক তানজিলুল ফারগানি তানজু।
সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল ওয়ারেস, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ৫ জন এরা হলেন, সুজন সরকার, ইমতিয়াজ মাহবুব, সাদিয়া সাবরিনা চৌধুরী, আসাদুজ্জামান খান দোলন, যুগ্ন সাধারন সম্পাদক, মোঃ সালাউদ্দিন, মোঃ কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ মাসুদ রায়হান, দপ্তর সম্পাদক আলী আকবর, প্রচার সম্পাদক গোলাম নাহিদ অর্ণব, কার্যনির্বাহী সদস্য এস এম আমান উল্লাহ, গোলাম জাকারিয়া লিটন, মোঃ রেজাউল করিম রেজা।