নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ :
ঢাকা উত্তর জামায়াতে ইসলামির টিম সদস্য ও মানিকগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা দেলওয়ার হোসাইন বলেছেন, জামায়াত ক্ষমতায় আসলে সকল প্রকার চাঁঁদাবাজি বন্ধ হবে।
তিনি শুক্রবার সকালে স্থানীয় শহীদ তিতুমির একাডেমি মিলনায়তনে এ দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি আরো বলেন, ইসলামের সুমহান দাওয়াত গ্রাম পার্যায়ে পেীছাইয়ে দেওয়ার লক্ষ্যে মানিকগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ সদর থানা শাখার উদ্যোগে ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনের আয়োজন করেছে।
সম্মেলনে সদর উপজেলা শাখার আমীর ডা.ফজলুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারী এডভোকেট সালাহ উদ্দিনের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলাম,জেলা আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আনোয়ার হোসাইন,জেলা শূরা সদস্য ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন।
সম্মেলনে প্রধান অতিথি মাওলানা দেলওয়ার হোসাইন বলেন কোরআনের আইন,ইসলামি শাসন ব্যাবস্থা ছাড়া রাষ্ট্রে পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না। তাই আগামী নির্বাচনে সত লোককে ভোট দিয়ে সংসদে পাঠাতে হবে। এজন্যে মানুষদের বেশি বেশি করে ইসলামে দাওয়াত দিতে হবে। তিনি আরো বলেন,জামায়াতের নেতা কর্মীরা চাঁদাবাজি করে না এবং চাাঁদাবাজীকে আশ্রয়ও দিবে না। জামায়াত ক্ষমতায় আসলে সকল প্রকার চাঁদাবাজি বন্ধে হবে।