মানিকগঞ্জ প্রতিনিধি :
গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজম্মের দেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ মানিকগঞ্জ শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৭ জুলাই) বিকেলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ মানিকগঞ্জ শাখা মিলনায়তনে শাখা প্রধান মোঃ তোফাজ্জল হোসাইন এর সভাপতিত্বে ও প্রকল্প কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেনের সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা নর্থ জোন প্রধান বশির আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মানিকগঞ্জ শাখার ম্যানেজার অপারেশন আইয়ুব আলী, আরডিএস ঢাকা নর্থ জোন প্রধান মোবারক হোসেন, সহকারী প্রকল্প কর্মকর্তা আবু তাহের, মোঃ আব্দুর রহমান,বজলুর রশীদ, আব্দুল মজিদসহ ইসলামী ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা নর্থ জোন প্রধান বশির আহমেদ বলেন, আপনারা গাছের চারা রোপন করে তার পরিচর্যা করবেন, নিজেরা লাভবান হবেন এবং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ভূমিকা রাখবেন ।
বৃক্ষরোপন কসূচীতে পর্যায়ক্রমে ফলজ,ঔষধিসহ বিভিন্ন জাতের প্রায় ৫ হাজার গাছের চারা বিতরন করা হবে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।