প্রচ্ছদ খেলাধুলা আর এক ম্যাচ জিতলেই দেখা হবে মেসি-রোনালদোর!

আর এক ম্যাচ জিতলেই দেখা হবে মেসি-রোনালদোর!

বিশ্বকাপে কখনও পরস্পরের বিপক্ষে খেলেননি। ক্লাবের হয়ে পরস্পরের বিপক্ষে অনেকবার নেমেছেন। কখনও জিতেছেন মেসি। কখনও শেষ হাসি হেসেছেন রোনালদো। কিন্তু এবারের বিশ্বকাপে দেশের জার্সি গায়ে পরস্পরের বিপক্ষে নামার সম্ভাবনা রয়েছে মেসি–রোনালদোর।

কোয়ার্টার ফাইনালেই দেখা যেতে পারে মেসি–রোনালদো দ্বৈরথ। শেষ ১৬তে আর্জেন্টিনার প্রতিপক্ষ ফ্রান্স। পর্তুগাল খেলবে উরুগুয়ের বিরুদ্ধে। এই দুই ম্যাচের জয়ী দলই মুখোমুখি হবে কোয়ার্টার ফাইনালে। অবশ্য মেসি কিংবা রোনালদোর কাজটা সহজ নয়। কারণ উরুগুয়ে ও ফ্রান্স যথেষ্ট কঠিন প্রতিপক্ষ। দু’‌দলই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে গেছে। উরুগুয়ে তো ৩ ম্যাচেই জয়ে পেয়েছে।

আর্জেন্টিনা ও পর্তুগাল দুটো দলই গ্রুপে দ্বিতীয় হয়ে নকআউটে গেছে। রোনালদো ইতোমধ্যেই করে ফেলেছেন ৪ গোল। তারমধ্যে হ্যাটট্রিকও রয়েছে। সেখানে মেসি মাত্র ১টা গোল করেছেন। আর্জেন্টিনা যদি হারিয়ে দেয় ফ্রান্সকে। অপরদিকে পর্তুগাল যদি জিতে যায় উরুগুয়ের বিরুদ্ধে। তাহলে কোয়ার্টার ফাইনালেই বিশ্বকাপের মেগা ম্যাচ। রোনালদোর পর্তুগাল খেলবে মেসির আর্জেন্টিনার বিপক্ষে।