প্রচ্ছদ জাতীয় জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক

জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক

দশম জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪৩তম বৈঠক হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপত্বি করেন কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম। কমিটির সদস্য ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, মো. আবু জাহির, মো. শিবলী সাদিক, এ বি এম রুহুল আমিন হাওলাদার এবং নাসিমা ফেরদৌসী বৈঠকে অংশ নেন।

বৈঠকে গ্যাসের সার্বিক উৎপাদন ও বিতরণ, আমদানিকৃত এলএনজি জাতীয় গ্রিডে সরবরাহ ও এলএনজি মিশ্রিত গ্যাসের দাম নির্ধারণ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে অবহিত করা হয়েছে।

কমিটি ‘ব্লু ইকোনমি কর্তৃপক্ষ’ আইনের খসড়া পরীক্ষা-নিরীক্ষা পূর্বক আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন প্রদানের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে।

বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যানসহ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।