প্রচ্ছদ সারাদেশ রাজশাহী বিভাগ আক্কেলপুরে সেমাইয়ের কারখানায় ভ্রাম্যমান আদালতে জেল ও জরিমানা

আক্কেলপুরে সেমাইয়ের কারখানায় ভ্রাম্যমান আদালতে জেল ও জরিমানা

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় এক সেমাইয়ের কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান সেমাই ও সেমাই তৈরির কাঁচামাল উদ্ধার করেছে র‌্যাব । মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র‌্যাব-৫ এর কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শামিম হোসেন এর নেতৃত্বে উপজেলার পশ্চিম আমুট্র মাদ্রাসাপাড়ার বিশিষ্ঠ্য ব্যবসায়ী শহিদুল ইসলাম শহিদ এর বাসায় গোপনে সেমাই কারখানায় অভিযান চালিয়ে ৩৮ খাঁচা লাচ্চা সেমাই, নিম্ন মানের ভোজ্য তেল, সেমাই প্রস্তুতের খামির আটক করে র‌্যাবের অভিযানিক টিম।
পরে র‌্যাব আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার সালাহ্উদ্দিন আহম্মেদকে প্রয়োজনীয় ব্যবস্থার জন্য অবগত করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্মমান আদালতের মাধ্যমে এই কারখানার সত্বাধীকারি আমিনুল ইসলাম সুয়েজ খাঁন (৪৫) কে ১ বছরের বিনাশ্রম কারদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও কারখানার কর্মচারি বদলগাঁছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের জগপাড়া গ্রামের নিতাই চন্দ্র মন্ডলের পুত্র নন্দন চন্দ্র মন্ডল (৩৫) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন, পরে জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়।