প্রচ্ছদ বিনোদন আমার কোনো শত্রু নেই : সালমান

আমার কোনো শত্রু নেই : সালমান

‘বলিউডের ভাইজান’খ্যাত অভিনেতা সালমান খান। ইন্ডাস্ট্রির অনেকেরই সুখে-দুঃখে পাশে দাঁড়ান এ অভিনেতা। ত্রিশ বছরের অভিনয় ক্যারিয়ারে তার বন্ধু যেমন রয়েছে তেমন অনেকের সঙ্গে তার মনোমালিন্যও হয়েছে।

তবে বলিউডে তার কোনো শত্রু নেই বলে জানিয়েছেন সালমান খান। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার কোনো শত্রু নেই। তবে কিছু মানুষ রয়েছে যাদের আমি পছন্দ করি না। এটি খুবই স্পষ্ট বিষয়, কারণ এটি নিয়ে আমি লুকোচুরি করি না। কয়েক বছরের বড় দেখে তাদের আমার সম্মান করতে হবে তার কোনো মানে নেই। কেউ যদি আমাকে ও আমার পরিবারের কোনো সদস্যকে অসম্মান করে তাহলে আমি তাকে সম্মান দিতে পারব না। দুই একটি পরিবার আছে যাদের আমি সেই সম্মান ও ভালোবাসা দিই না। এখানেই শেষ। ইন্ডাস্ট্রিতে কিছু মানুষ রয়েছে যাদের আমি কখনোই আমার বাড়িতে আমন্ত্রণ জানাব না।’

তিনি আরো বলেন, ‘আমি বিশ্বাস করি, বড় হোক অথবা ছোট কাউকেই অসম্মান করা উচিৎ নয়। বিশেষ করে যদি আপনি তাদের সঙ্গে কাজ করেন। কিন্তু ওই ব্যক্তি যদি আপনাকে অপদার্থ মনে করে এবং অসম্মান করে তাহলে তা সম্ভব নয়।’

সালমানের সবশেষ মুক্তিপাপ্ত সিনেমা টাইগার জিন্দা হ্যায়। আগামী ১৫ জুন মুক্তি পাচ্ছে এ অভিনেতার রেস-থ্রি। এই দুই সিনেমার মধ্যে কী কোনো পার্থক্য রয়েছে। সালমান খান বলেন, ‘টাইগার জিন্দা হ্যায়সিনেমার অ্যাকশন ছিল সাধারণ। কিন্তু রেস-থ্রি সিনেমায় গাড়ি, মোটরবাইক, উঁচু স্থান থেকে লাফিয়ে পড়াসহ বিভিন্ন দৃশ্য রয়েছে। অ্যাকশনগুলো শুধু হাতাহাতির মধ্যেই সীমাবদ্ধ নয় বরং অনেক স্টাইলিশ।’

এ অভিনেতা আরো বলেন, ‘সিনেমার শেষ দিকে একটি টুইস্ট রয়েছে কিন্তু এটি দেখার সময় তা বুঝতে পারবেন না। আপনি ভাববেন, কে কার সঙ্গে রয়েছে কিন্তু তা বুঝতে পারবেন না। তবে সিনেমা শেষে ফ্ল্যাশব্যাকে গিয়ে বুঝবেন কে কার সঙ্গে গেম খেলেছে। এটি এই ফ্র্যাঞ্চাইজির ফরম্যাট। কিন্তু আগের সিনেমা ‍দুটির চেয়ে এটি সম্পূর্ণ আলাদা। এটি সম্পূর্ণ নতুন একটি সিনেমা।’