প্রচ্ছদ আজকের সেরা সংবাদ বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ এর প্রস্তুতি শুরু হয়েছে: প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ এর প্রস্তুতি শুরু হয়েছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশের বাণিজ্যিক স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের পর দ্বিতীয় স্যাটেলাইটের প্রস্তুতিও শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর ধারাবাহিকতায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ তৈরির প্রস্তুতি নেওয়া হচ্ছে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

বুধবার ( ৬ জুন) প্রধানমন্ত্রী জাতীয় সংসদে তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে একথা জানিয়ে বলেন, একটি স্যাটেলাইট তৈরি করতে ৫-৬ বছর  লেগে যায়। সেইজন্য বঙ্গবন্ধু স্যাটেলাইট -২ তৈরি করতে এখন থেকেই আমরা প্রস্তুতি নিচ্ছি।

উল্লেখ্য, গত ১১ মে বাংলাদেশ সময় দিবাগত রাতে মহাকাশে উৎক্ষেপণ করা হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। মহাকাশে স্যাটেলাইটের প্রকৃত সময় পর্যবেক্ষণকারী বিভিন্ন ওয়েবসাইট থেকে দেখা যায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ১১৯ দশমিক ১৩ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে।