প্রচ্ছদ জাতীয় ‘বাঙালিকে কেউ দাবায় রাখতে পারেনি, পারবেও না’

‘বাঙালিকে কেউ দাবায় রাখতে পারেনি, পারবেও না’

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মালিকানা বাংলাদেশ সরকারেরই জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা এর মালিকানা নিয়ে প্রশ্ন তোলে তারা দেশকে ভালোবাসে না, স্বাধীনতাকে বিশ্বাস করে না, তারা একধরনের অর্বাচীনের মতো কথা বলে। এধরনের অর্বাচীনের মতো কথা জাতির কাছে গ্রহণযোগ্য না। বাংলাদেশ তথা বাঙালিকে কেউ দাবায় রাখতে পারেনি, পারবেও না। বাংলাদেশের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

বুধবার সকালে দশম জাতীয় সংসদের ২১তম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বেগম ফজিলাতুন নেসা বাপ্পি’র সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

প্রাধানমন্ত্রী বলেন, ‘যেখানে দেশের সব মানুষ খুশিতে উদ্বেলিত, দেশে-বিদেশে সব জায়গায় জয় বাংলা স্লোগানে উদ্বেলিত। যখন উৎক্ষেপণ হলো, খুশিতে আমরা চোখের পানি ধরে রাখতে পারিনি। পৃথিবীর কোনো দেশেই এভাবে খুশিতে উদ্বেলিত হতে দেখা যায়নি। যখন সব মানুষ এতো খুশি তখন বিএনপি’র কেন দুঃখ?’

তিনি আরও বলেন, আমরা ক্ষমতায় এসে পাঁচ বছরের মধ্যে দেশকে মহাকাশে নিয়ে যেতে পেরেছি। এখন সাগরের তলদেশ থেকে মহাকাশ পর্যন্ত বাংলাদেশর মর্যাদা উচ্চ আসনে অধিষ্ঠিত করেছি। বাংলাদেশ তথা বাঙালিকে কেউ দাবায় রাখতে পারেনি, পারবেও না। বাংলাদেশের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।